Welcome To Quranic Sciences and Islamic Studies
জ্ঞানার্জন ফরজ । জ্ঞান-বিজ্ঞানের মূল উৎসই হল আল-কুর’আন । আধুনিক বিজ্ঞানের সাথে কুর’আনের কোন সংঘাত নেই; বরং আল-কুর’আনই আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পথপ্রদর্শক । ইলম তথা জ্ঞান-বিজ্ঞান শব্দটি পবিত্র কুর’আনে ৭৭৯ বারের বেশি এসেছে । তাই বিজ্ঞানের যত উৎকর্ষ সাধিত হচ্ছে , ততই আল-কুর’আনের অলৌকিকতা প্রস্ফুটিত ও প্রমান হচ্ছে । এ শাস্বত সত্যটি অনেক Orientalist – এর গবেষণায় ও প্রতিফলিত হয়েছে । মহাবিশ্বের মহাবিস্ময় মহা গ্রন্থ আল-কুর’আনকে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার যুগে ব্যাপক ভিত্তিক গবেষণার লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এ কুর’আনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে । কুর’আন গবেষণায় আত্মনিয়োগ করার প্রতি উৎসাহ দিয়ে স্বয়ং আল্লাহ তায়ালা বলেন; “ তারা কুর’আন নিয়ে চিন্তা গবেষণা করেনা ? নাকি তাদের মনের দুয়ারে তালা দেয়া আছে ” ( সুরা মুহাম্মদঃ ২৪ ) । এ বিভাগ এমন একদল কুর’আন গবেষক তৈরি করতে চায়, যারা আল-কুর’আনের জ্ঞানে দক্ষতার্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবাধ বিচরণে সক্ষম হবে এবং এ দু’য়ের মাঝে সমন্বয় সাধনের যোগ্যতা অর্জন করবে । এ মহৎ কাজ নারী পুরুষ সমন্বিতভাবে পালন করলেই কেবলমাত্র কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব । তাই এই বিভাগ সম্পূর্ণ আলাদা ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম সুচারুরূপে প্ররিচালনা করে আসছে ।ইনশাআল্লাহ্ , এই বিভাগ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম উম্মাহকে বুদ্ধিভিত্তিক দিক নির্দেশনা প্রদানে সক্ষম হবে ।
Welcome to IIUC
International Islamic University Chittagong (IIUC) is one of the top graded Government approved private universities in Bangladesh. The credit for the idea of establishing this University goes to Islamic University Chittagong Trust (IUCT), which is the founder organization of the University. This Trust is a non-political and non-profit oriented voluntary organization, registered with the Government of the People’s Republic of Bangladesh under the Societies Act XXI of 1860. This Trust felt the need for a university under private initiative in view of the absence of institutions of higher learning based on Islamic vision of life in the public sector.