Dr. Md. Shafiqur Rahman

Dr. Md. Shafiqur Rahman

Asst. Professor & Chairman, Dept. of Quarnic Science and Islamic Studies

Welcome To Quranic Sciences and Islamic Studies

জ্ঞানার্জন ফরজ । জ্ঞান-বিজ্ঞানের মূল উৎসই হল আল-কুর’আন । আধুনিক বিজ্ঞানের সাথে কুর’আনের কোন সংঘাত নেই; বরং আল-কুর’আনই আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পথপ্রদর্শক । ইলম তথা জ্ঞান-বিজ্ঞান শব্দটি পবিত্র কুর’আনে ৭৭৯ বারের বেশি এসেছে । তাই বিজ্ঞানের যত উৎকর্ষ সাধিত হচ্ছে , ততই আল-কুর’আনের অলৌকিকতা প্রস্ফুটিত ও প্রমান হচ্ছে । এ শাস্বত সত্যটি অনেক Orientalist – এর গবেষণায় ও প্রতিফলিত হয়েছে । মহাবিশ্বের মহাবিস্ময় মহা গ্রন্থ আল-কুর’আনকে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার যুগে ব্যাপক ভিত্তিক গবেষণার লক্ষ্যে আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এ কুর’আনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠিত হয়েছে । কুর’আন গবেষণায় আত্মনিয়োগ করার প্রতি উৎসাহ দিয়ে স্বয়ং আল্লাহ তায়ালা বলেন; “ তারা কুর’আন নিয়ে চিন্তা গবেষণা করেনা ? নাকি তাদের মনের দুয়ারে তালা দেয়া আছে ” ( সুরা মুহাম্মদঃ ২৪ ) । এ বিভাগ এমন একদল কুর’আন গবেষক তৈরি করতে চায়, যারা আল-কুর’আনের জ্ঞানে দক্ষতার্জনের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবাধ বিচরণে সক্ষম হবে এবং এ দু’য়ের মাঝে সমন্বয় সাধনের যোগ্যতা অর্জন করবে । এ মহৎ কাজ নারী পুরুষ সমন্বিতভাবে পালন করলেই কেবলমাত্র কাঙ্খিত লক্ষ্য অর্জন সম্ভব । তাই এই বিভাগ সম্পূর্ণ আলাদা ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের অনার্স ও মাস্টার্স প্রোগ্রাম সুচারুরূপে প্ররিচালনা করে আসছে ।ইনশাআল্লাহ্‌ , এই বিভাগ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলিম উম্মাহকে বুদ্ধিভিত্তিক দিক নির্দেশনা প্রদানে সক্ষম হবে ।