News

কোরআনিক সাইন্সেস ক্লাবের দেয়ালিকা “অগ্রদূত” বিজয় সংখ্যা প্রকাশ

কোরআনিক সাইন্সেস ক্লাবের দেয়ালিকা “অগ্রদূত” বিজয় সংখ্যা প্রকাশ

গত ৭ই জানুয়ারি ২০১৯ তারিখে কোরআনিক সাইন্স ক্লাব এর নিয়মিত প্রকাশনা দেয়ালিকা “অগ্রদূত” বিজয় সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ মঈন উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শরীয়াহ্ অনুষদের সাবেক ডীন প্রফেসর ড.গিয়াস উদ্দিন হাফিজ, বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী হোসাইন, ড. মুহাম্মদ রশিদ জাহেদ, ড. মুহাম্মদ মোস্তফা কামিল মাদানী, ড. মুহাম্মদ লুৎফুর রহমান আল আজহারী, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নোমান হাসান, আফলাতুন আল কাউছার, মুহাম্মদ এরশাদুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ক্লাবের কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সাবেক ডীন প্রফেসর ড.গিয়াস উদ্দিন হাফিজ বলেন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব কো-কারিকুলার একটিভিটিস আরো বৃদ্ধি করতে হবে। বিভাগীয় চেয়ারম্যান এই দেয়ালিকা প্রকাশের সার্বিক সহযোগীতার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

Recent News